বিদেশে এখন
0

২৪ ঘণ্টায় ১০১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

অবরুদ্ধ গাজায় গেলো ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। উপত্যকার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে সর্বাত্মক হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।

এ নিয়ে আগ্রাসনের ২৬১তম দিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৫১ জনে। আহত প্রায় ৮৬ হাজার। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়াও এ পর্যন্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে তেল আবিব। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত মধ্য গাজার একটি আবাসিক ভবন, গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবির, দক্ষিণের রাফাহ ও উত্তরাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইল।

হামলার শিকার এলাকাগুলোতে ধ্বংসস্তুপে আটকে আছেন বিপুলসংখ্যক ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, শুধু হামাসের আস্তানা লক্ষ্য করেই চলছে হামলা।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ হলেও অব্যাহত হামলার জেরে দক্ষিণাঞ্চল ছেড়ে বেরই হতে পারছে না শরণার্থীরা। হামাসের হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরাইলি সেনারা। 

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর