বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শুক্রবার (২১ জুন) রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৫ হাজার ৯৫৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২৮ হাজার ২৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৭৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, 'স্বাভাবিক সময়ে সেতুর উভয়প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।'
ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চলের মানুষ ঢাকায় ফেরায় যানবাহনের চাপ রয়েছে বলেও জানান তিনি।