তথ্য-প্রযুক্তি
0

বিম্‌সটেকের আয়োজনে শুরু হয়েছে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট সভা

ডিজিটাল প্রযুক্তিগুলোকে দায়িত্ববান ও ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল বিভাজন মোকাবিলার সময় নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে আজ (শনিবার, ২২ জুন) বিম্‌সটেক আয়োজন করেছে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট শীর্ষক আঞ্চলিক পরামর্শ সভা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭ দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোটের শীর্ষক এ সভা শেষ হবে আগামীকাল (রোববার, ২৩ জুন)।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা। ডিজিটাল বিভাজন মোকাবিলার সময় নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এ সভার আয়োজন করা হয়।

দুই দিনের এ সভায় উদ্বোধন পর্ব শেষে পৃথক ৩ পর্বে ডিজিটাল বিভাজন বন্ধ ও এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত, ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নিরাপদ এবং সুরক্ষিত ডিজিটাল দুনিয়া গড়ে তোলা বিষয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনে ২টি পর্বে ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ডেটা শাসনের অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তিগুলি পরিচালনা করা হবে এ সভায়।