দেশে এখন
0

ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঈদের ছুটি শেষে পরিবার পরিজনদের সাথে ঈদ কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। অন্যদিকে বিভিন্ন কারণে ঈদের আগে ছুটি না পাওয়ায় আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে।

ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ (বুধবার, ১৯ জুন) খুলেছে অফিস-আদালত। কাজের প্রয়োজনে অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি মূলত তারাই ফিরছেন ঈদের তৃতীয় দিন।

যাত্রী চাপ না থাকলেও সকাল থেকে রেলপথ ও সড়ক পথে দেখা যায় ঢাকা ফেরার চিত্র।

পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আবারও কর্মজীবনে ফিরেছেন। ফেরার পথের ভোগান্তি আর যাত্রী চাপ এড়াতে আগেভাগেই ফেরার কথা জানান যাত্রীরা।

এদিকে ঈদের তৃতীয় দিনেও দেখা গেছে ঢাকা ছাড়ার চিত্র। বিভিন্ন কারণে ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি তারা।

যাত্রীরা বলেন, ঈদ তো পরিবারের সাথে করতে হয়। আগে সময় পাইনি তাই এখন বাড়ি গিয়ে ঈদের আনন্দ কিছুটা উপভোগ করবো। পরিবার-আত্মীয় স্বজন রেখে ঢাকায় ঈদ করতে একটু খারাপই লাগে।

পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঈদ কাটিয়ে ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে আগামীকাল থেকে যাত্রী চাপ বাড়তে পারে।

এদিকে ঈদের দিন সকাল থেকে যাত্রা পথ অনেকটা স্বস্তির ছিলো জানিয়েছেন যাত্রীরা।