বিনা নোটিশেই বাড়ছে দাম, আদালতের নির্দেশের পরও নিরুপায় ওষুধ প্রশাসন

স্বাস্থ্য
দেশে এখন
0

দু-চার মাস পরপর ওষুধের দাম বাড়ানো এখন যেন নিয়মিত বিষয়। বিনা নোটিশেই প্রতিনিয়ত বাড়ছে দাম, বাড়ছে ক্রেতাদের দীর্ঘশ্বাস। কিন্তু ওষুধের দাম নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশের পরও কার্যকর কিছু করতে পারছে না ওষুধ প্রশাসন। যার জন্য সব ধরনের ওষুধের দাম যৌক্তিকভাবে নির্ধারণে এই তদারকি সংস্থাকে সক্ষম করে তোলার তাগিদ বিশেষজ্ঞদের।

বাঁচতে হলে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের এখন হাঁসফাঁস অবস্থা। গেল তিন মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। এই তালিকায় আছে গ্যাস্ট্রিক, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীর ইনসুলিন ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ। এমনও কিছু ওষুধ আছে যার দাম গত দুই মাসে বেড়েছে তিন দফা। সব মিলিয়ে চলতি বছরে শতাধিক ওষুধের দাম বেড়েছে ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। রাজধানীর বড় পাইকারি ওষুধের বাজার মিটফোর্ড ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার দোকান ঘুরে পাওয়া গেছে এসব তথ্য।

বিক্রেতাদের একজন বলেন, 'কার্ডিয়াক ও ডায়াবেটিস ওষুধের দাম বেড়েছে। ট্যাবলেট প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে গিয়েছে।'

আরেকজন বলেন, 'হঠাৎ করেই দাম বাড়িয়ে দিয়েছে কোনো আলোচনা না করেই এমন হচ্ছে।'

দফায় দফায় ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ ওষুধ কেনার সামর্থ্যও হারিয়ে ফেলছেন।

ক্রেতাদের একজন বলেন, 'ওষুধের দাম কম হলেও নিতে হবে বেশি হলেও নিতে হবে। আমরা জনগণ কোম্পানি ও দোকানদারদের কাছে জিম্মি আমাদের কিছু করার নেই।'

আরেকজন বলেন, 'ভাত দুই বেলা না খেলে আমাদের কিছু হবে না তবে ওষুধ না খেলে জীবনের ঝুঁকি আছে। এখন দাম বাড়লেও তা আমাদের নিতে হবে।'

দোকানিরা বলছেন, প্রতি মাসেই কোনো না কোনো ওষুধের দাম বাড়ায় কোম্পানি। এতে বেশি বিপদে নিয়মিত ক্রেতারা। বাড়তি দাম দিতে গিয়ে তাই প্রতিদিনকার দরকষাকষি মাঝেমাঝেই রূপ নিচ্ছে বাক বিতণ্ডায়।

বিক্রেতাদের আরেকজন বলেন, 'গত তিস মাসে সব ওষুধে ৩০ থেকে ৪০ শতাংশ দাম বেড়েছে।'

এমন অবস্থায়, দাম নিয়ন্ত্রণে কী করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর? নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে, মাত্র ১১৭টি ওষুধের দাম ব্যতীত নিয়ন্ত্রণের ক্ষমতা রাখা নেই তাদের হাতে। বাকি কয়েক হাজার ওষুধের দাম বাড়া কমা চলে কোম্পানির মর্জিতে। যদিও, শৃঙ্খলা ফেরাতে বছর বছর পাস হয় নতুন আইন। এছাড়া দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশও আছে কর্তৃপক্ষের প্রতি। এ নিয়ে শিগগিরই ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার কথা জানালো ওষুধ প্রশাসন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন বলেন, 'আদালতে নির্দেশনা অনুযায়ী ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।'

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের দাম নিয়ন্ত্রণে আরও আন্তরিক হতে হবে সরকারকে। বিবেচনায় রাখতে হবে মানুষের ক্রয় সক্ষমতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, 'ওষুধের দামের যে বৃদ্ধি তা যৌক্তিক পর্যায়ে হতে হবে। দাম বাড়ার ফলে মানুষ নিম্নমানের ওষুধের দিকে ঝুঁকবে।'

যেন ওষুধ কোম্পানির স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি জনগণ, এমনকি ওষুধ প্রশাসনও। এক বছরে একই ওষুধের দাম কয়েকবার বাড়লেও এ নিয়ে যেন মাথাব্যথা নেই স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো বিভাগেরই। ওষুধ প্রশাসনকে সব ধরনের ওষুধের দাম যৌক্তিকভাবে নির্ধারণের ক্ষেত্রে সক্ষম করা না গেলে ওষুধের দামের উর্ধ্বগতির বলি হতে থাকবে সাধারণ মানুষ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

ইএ

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার