প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

'মানবিক রোবটকে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজে লাগানো সম্ভব'

মানবিক রোবটের অভিব্যক্তি ও আবেগ প্রকাশের সক্ষমতা আরও বাড়ানোর কাজে গুরুত্ব দিচ্ছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এক্সরোবট। মানবিক রোবট স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে কাজে লাগানো সম্ভব হবে বলে দাবি উদ্ভাবকদের। এমন একটি রোবটের জন্য গুণতে হবে দু'লাখ ডলারের বেশি।

চেহারা কিংবা ত্বক হুবহু মানুষের মতোই। এমনকি অভিব্যক্তি প্রকাশ করতে পারে রোবট। বিস্ময়কর এই মানবিক রোবটের দৃশ্যটির দেখা মিলবে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এক্সরোবটের কারখানায়।

মানুষের বিকল্প হিসেবে কিভাবে রোবটকে কাজে লাগানো যায় সেই চিন্তা থেকে ২০০৯ সালে এই পথে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যেখানে হিউম্যানয়েড বা মানুষ সদৃশ রোবট তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রযুক্তি কোম্পানিটি এরইমধ্যে এগিয়েছে বহু দূর। ফাউন্ডেশন মডেলে রোবটের ত্বকসহ সবকিছুই আপডেট করা হয়েছে। যার মাধ্যমে হুবহু মানুষের মতোই আনন্দ, দুঃখসহ যেকোনো ছোট ছোট অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম হচ্ছে রোবটগুলো।

এক্সরোবটের সিইও লি বোয়াং বলেন, 'মানবিক রোবট তৈরির জন্য আমাদের নিজস্ব সফটওয়্যার এবং অ্যালগরিদম দল রয়েছে৷ রোবটের অভিব্যক্তি এবং আবেগ প্রকাশ সক্ষমতা আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। তাই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ক্ষমতা নিয়ে কাজ চলছে। কারণ মানবিক রোবট বানানোর ক্ষেত্রে মানুষের মতো করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আবেগে মিল রাখাটা জরুরি।'

রোবটিক পণ্যগুলোর সবচেয়ে জটিল শ্রেণির মধ্যে পড়ে মানবিক রোবট। এর যান্ত্রিক গঠন এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের পাশাপাশি বুদ্ধিমান মস্তিষ্কসহ প্রায় সব রোবটিক্স প্রযুক্তিকে একীভূত করতে হয় এখানে। প্রয়োজন হয় ভাষাগত দক্ষতার বিষয়টিও। আর মানবিক রোবটে মানবিক গুণাবলি ইনস্টল করতে প্রয়োজন হয় মানুষের। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে চলে এই প্রক্রিয়া। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

লি বোয়াং আরও বলেন, 'ভবিষ্যতে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে ভূমিকা রাখবে মানবিক রোবট। আমরা এখনও এ সম্পর্কিত গবেষণা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি এর ফলে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ব্যাপক উপকৃত হবে।'

বাণিজ্যিক ক্ষেত্রেও মানবিক রোবটের ব্যবহার সম্ভব বলে দাবি উদ্ভাবকদের। যেমন হোটেলের অভ্যর্থনাকারী হিসেবে রাখা যেতে পারে এই রোবট। এমনকি প্রয়োজনে বাড়িতেও রাখা যেতে পারে এক বা একাধিক মানবিক রোবট। এভাবে মানবিক রোবটের চাহিদা বাড়লেই শুধু এই শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এক্স-রোবট কারখানায় একটি মানবিক রোবট তৈরি করতে সময় লাগে দুই সপ্তাহ থেকে এক মাস। আর একটি রোবটের দাম অন্তত দেড় থেকে দু'মিলিয়ন ইউয়ান। মার্কিন মুদ্রায় যা দাঁড়ায় দু'লাখ ৭ হাজার ডলার। তবে এখনও বিক্রি নয়; প্রদর্শন এবং মান উন্নয়নের জন্য চলছে গবেষণা।