'মানবিক রোবটকে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজে লাগানো সম্ভব'
মানবিক রোবটের অভিব্যক্তি ও আবেগ প্রকাশের সক্ষমতা আরও বাড়ানোর কাজে গুরুত্ব দিচ্ছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এক্সরোবট। মানবিক রোবট স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে কাজে লাগানো সম্ভব হবে বলে দাবি উদ্ভাবকদের। এমন একটি রোবটের জন্য গুণতে হবে দু'লাখ ডলারের বেশি।