উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের নির্বাচনী প্রচারে ২৬ কোটি ডলার ব্যয় মাস্কের

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় ২৬ কোটি ডলার ব্যয় করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফেডারেল ইলেকশন কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এর মধ্যে প্রায় ২৪ কোটি ডলার দেয়া হয়েছে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি আমেরিকা প্যাকে। অন্যদিকে আরবিজি প্যাকে দেয়া হয়েছে বাকি দুই কোটি ডলার।

বিপুল অঙ্কের অনুদান মাস্ককে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। নির্বাচনে জয়ের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে।

কয়েক হাজার সরকারি কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর পরিকল্পনা গ্রহণ করেছেন দুই রিপাবলিকান।

এসএস