দেশে এখন
0

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ।

আজ (সোমবার,১৭ জুন) সকাল ৯টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূণ্যরেখায় মিষ্টি বিনিময় করেন তারা।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ১৫১-বিএসএফের চেকপোস্ট গেইটে দায়িত্বরত সাব ইন্সপেক্টর শ্রী বিনোদ কুমারের হাতে মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

মোতালেব হোসেন বলেন, 'উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছি।'

এভিএস