ধর্ম
দেশে এখন
0

আজ শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা

আজ (শুক্রবার, ১৪ জুন) ৮ জিলহজ মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজের মূল আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতেই মক্কা থেকে ইহরামের কাপড় পরে অনেক হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নিয়ে যাওয়ার কথা রয়েছে মুয়াল্লিমদের। শনিবার (১৫ জুন) ভোর পর্যন্ত মিনায় অবস্থান করবেন তারা।

এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। ১০ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফ জিয়ারত সম্পন্ন করতে হয়।

এরপর ১১ ও ১২ জিলহজ অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এবার বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করছেন।

এসএস