হজ, আরাফাতে খুতবা ও ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন যারা
আগামী ৯ জিলহজ (শনিবার, ১৫ জুন) আরাফাতের ময়দান থেকে আরবিতে খুতবা পেশ করবেন মসজিদে হারামের ইমাম ও খতিব ড. মাহের বিন হামাদ আল-মুআইকিল। এছাড়া আরাফাতে বাংলায় অনুবাদসহ খুতবা পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ড. মো. খলিলুর রহমান মাক্কী।