পরিষেবা , চুক্তি
অর্থনীতি
0

জামালপুরে সৌর বিদ্যুৎ করতে চীনের সঙ্গে নতুন কোম্পানি গঠন

জামালপুরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। বাংলাদেশ ও চায়নার যৌথ উদ্যোগে এই কেন্দ্র করা হবে। এর ৩০ ভাগের মালিক বাংলাদেশ আর ৭০ ভাগের মালিক হবে চীন। মুনাফাও একইভাবে ভাগ হবে।

২০২৫ সালের ডিসেম্বরে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানানো হয়েছে।

বি-আর পাওয়ার জেন লি. এবং সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি লি. যৌথভাবে একটি কোম্পানি গঠন করেছে। যার নাম 'মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড'।

কোম্পানি গঠন করতে যৌথ চুক্তি সই হয়েছে। মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি জামালপুরে এই ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এতে ১৭ কোটি ডলার বিনিয়োগ হবে, যা বাংলাদেশের হিসাবে প্রায় ২ হাজার কোটি টাকার সমান।

১০০ মেগাওয়াট বিদ্যুৎ করতে ১৮ দশমিক ৮০ একর জমি লিজ নেয়া হয়েছে।

বিদ্যুৎ ভবনে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, বি-আর পাওয়ার জেনের ব্যবস্থাপনা পরিচালক ও সিআরইসি এর ব্যবস্থাপনা পরিচালক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর