অর্থনীতি
0

ঈদের আগে শুক্র, শনি ও রোববার শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

আসন্ন কোরবানির ঈদের আগের ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ও রোববার (১৬ জুন) সরকারি ছুটির দিনে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় সব ব্যাংক খোলা থাকবে। আজ (রোববার, ৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, তৈরি পোশাক খাতের রপ্তানি বিল, বিক্রয় ও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারি বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ করতে ঈদের আগে শুক্র, শনিবার ও রোববার তিন দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও বলা হয়, এই তিনদিন প্রয়োজনীয় লোকবলের মাধ্যমে পূর্ণ দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা এবং এটিএম বুথগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে বলেও নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর