সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭জন রয়েছেন।
চলতি বছরের ৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ১৯ জন। এর মধ্যে ১ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ হাজার ১৮৭ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন।