দেশে এখন
0

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হঠাৎ বৃষ্টি আবার তীব্র তাপপ্রবাহে ডেঙ্গুর চরিত্র পাল্টানোর কারণে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৭৩ নম্বর ওয়ার্ডে খাল, ডোবা রয়েছে সেখানে মশার উপদ্রব বেড়েই চলেছে।

সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭জন রয়েছেন।

চলতি বছরের ৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ১৯ জন। এর মধ্যে ১ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ হাজার ১৮৭ জন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর