দেশে এখন , বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫

আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ করা হয়েছে: রাশেদ খান মেনন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বাজেটে জনগণের জন্য কিছু রাখা হয়নি, জনগণের চাপ বেড়ে যাবে। মূল্যস্ফীতি কখনোই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এ বছরও পারবে না।’

তিনি বলেন, ‘আইএমএফের শর্ত ঠিক রেখে বাজেট পেশ করা হয়েছে। আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ করা হয়েছে।’

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্পিকারের অনুমতি নিয়ে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী।

বিকেল সাড়ে ৪টার অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্য শেষ করেন। এর আগে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর