বাজেটের সংবাদ
বাজেট ২০২৪-২৫

প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার আগেই সংসদ সচিবালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে নতুন অর্থবছরের বাজেটের অনুমোদন দেয়া হবে।

আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বেলা ১২টার দিকে জাতীয় সংসদের সচিবালয়ে বাজেট সংক্রান্ত এ বৈঠক শুরু হয়।

২০২৪-২৫ অর্থবছর বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। এদিন সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

বাজেট প্রস্তাব অনুমোদন করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। এতে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করবেন। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য আজ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর