এশিয়া
বিদেশে এখন

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়।

লোকসভা নির্বাচনের পাশাপাশি ফল ঘোষণা হবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা রাজ্যের বিধানসভা নির্বাচনের। পাশাপাশি উপনির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি পাচ্ছেন ১৩টি রাজ্যের ২৬টি বিধানসভা আসনের জনগণ। লোকসভা নির্বাচনের বুথ ফেরত সবকটি জরিপেই এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি।

তবে কংগ্রেসের দাবি, কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিরোধী জোট ইন্ডিয়া। দেশটিতে ভোটগ্রহণ শুরু হয় গত ১৯ এপ্রিল। ৪৪ দিনে ৭ পর্বের নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। যদিও ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার।

৫৪৩টি আসনে জন্য লড়াই করেছেন ৮ হাজারের বেশি প্রার্থী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর