আন্তর্জাতিক বাণিজ্য

বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি, ভারতের পুঁজিবাজারে রেকর্ড সূচক

বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে। এতে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ভারতের প্রধান দুটি পুঁজিবাজারের সূচক।

আজ (সোমবার, ৩ জুন) বাজার শুরুর পর সেনসেক্স ও নিফটি ফিফটি একলাফে বেড়েছে সাড়ে ৩ শতাংশের বেশি।

বেড়েছে ১৩টি প্রধান খাতের প্রতিষ্ঠানের শেয়ারদর। বিশ্বের শীর্ষ পুঁজিবাজারের মধ্যে ৫ম অবস্থানে উঠে এলো ভারত।

বর্তমানে দেশটির পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত মূল্য পৌঁছেছে প্রায় ৪.৮ ট্রিলিয়ন ডলারে। পুঁজিবাজারের উত্থানে ডলারের বিপরীতে রুপির দর পৌঁছেছে তিন মাসের মধ্যে সর্বোচ্চে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর