বিদেশে এখন

অরুণাচলে ৬০ আসনের ৪৬টিই বিজেপির

অরুণাচল প্রদেশের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পাওয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। অন্যদিকে সিকিমের ৩২ বিধানসভা আসনের মধ্যে ৩১টিতেই জয় পাওয়ায় রাজ্যটির ক্ষমতায় থাকছে স্থানীয় দল সিকিম ক্রান্তিকারী মোর্চা-এসকেএম।

অরুণাচলের ৬০ আসনের মধ্যে আগেই ১০টি বিধানসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় বিজেপি। রোববার ভোটগণনা হয় ৫০টি আসনের। প্রদেশটিতে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন। অর্থাৎ অরুণাচল প্রদেশে আরও একবার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর।

আর সিকিমের বিধানসভায় এসকেএম দল জয় পাওয়ায় টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবেন প্রেম সিং তামাং। গত ১৯ এপ্রিল শুরু হওয়া লোকসভা ভোটের দিনই অরুনাচল ও সিকিমের বিধানসভা আসনগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়াও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিধানসভা আসনে হয়ে নির্বাচন। পাশাপাশি পশ্চিমবঙ্গসহ ১৩টি রাজ্যের বিধানসভার ২৬টি আসনের উপনির্বাচন হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর