দেশে এখন

২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করা সম্ভব: স্বাস্থমন্ত্রী

তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বিষয়ক উত্থাপিত প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশকে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ (শুক্রবার, ৩১ মে) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে দেশকে তামাকমুক্ত করা সম্ভব নয়। কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়কে নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

এছাড়া তামাকমুক্ত আইন কীভাবে দ্রুত সংশোধন করা যায়, সেটা মন্ত্রিসভায় উপস্থাপনসহ নানা পদক্ষেপের কথা জানান তিনি।

এসময় দেশকে তামাকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর