মৌলভীবাজারে ১০ম গ্রেডের দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মেডিক্যাল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্ম-বিরতি
মেডিক্যাল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্ম-বিরতি | ছবি: এখন টিভি
5

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে মৌলভীবাজারে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা শতশত রোগীরা।

আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেডিক্যাল টেকনোলজিস্টদের এই কর্মসূচি পালন করা হয়।

দুই ঘণ্টার ওই কর্মবিরতি চলাকালে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী বন্ধ থাকে সেবা কার্যক্রম।

আন্দোলনরত মেডিক্যাল টেকনোলজিস্টরা জানান, সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা স্বাস্থ্য সেবায় রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে যুক্ত। চিকিৎসক-নার্সদের পাশাপাশি মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রোগী সেবার ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এমআরআই, এক্স-রে, সিটিস্ক্যান, নমুনা সংগ্রহ,প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওথেরাপী, ফিজিওথেরাপিসহ গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ পেশায় যুক্তরা নানা সমস্যায় জর্জরিত। বছরের পর বছর এ পেশায় যুক্ত থাকা মেডিক্যাল টেকনোলজিস্টরা অবহেলিত, ৩১ বছরেও নেয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগও।

আরও পড়ুন:

তারা জানান, ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড পদমর্যাদায় উন্নীত হলেও সমশিক্ষার যোগ্যতা থাকা স্বত্বেও ডিপ্লোমা মেডিক্যাল, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড লাল ফিতার দৌরাত্ম্যে আজও বাস্তবায়িত হয়নি। অথচ ১৯৮৯ সাল পরবর্তী সময় থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অব্যাহতভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু ৩১ বছরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এসময় তারা সারাদেশের স্বাস্থ্য বিভাগে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। দাবি-দাওয়া না মানলে ৪ ডিসেম্বর মৌলভীবাজারসহ সারা দেশে দিনব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ওইদিন তারা সারাদিন কর্মবিরতি পালন করবেন।

একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ীসহ জেলার সবগুলো উপজেলায়ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মৌলভীবাজার জেলায় সিভিল সার্জন কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য বিভাগে অন্তত শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

সেজু