আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকালে সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া হবে।
আরও পড়ুন:
ডা. সায়েদুর রহমান বলেন, ‘টিকা নেয়ার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে টিকা দেয়া হবে।’
তিনি আরও জানান, এরইমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশুর টিকার জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। ডা. সায়েদুর রহমান আশ্বাস দিয়েছেন, এ টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই।





