আটককৃত কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন। তিনি এসভি-৮০৪ ফ্লাইটে কর্মরত আছেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন কাস্টমস এবং এনএসআই আটক করে গ্রিন চ্যানেলে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করা হলে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি ও ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়।
এরপর অভিযুক্ত কেবিন ক্রুর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসভি-৮০৪ ফ্লাইটটি গতকাল রাতে ঢাকায় আগমনের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে ভারতের হায়দ্রাবাদে ল্যান্ড করে। এরপর আবহাওয়া ভালো হলে ঢাকায় অবতরণ করে।