দেশে এখন

১২ জুন থেকে তিনদিন চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে দুটি বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা তিন দিন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেন, 'ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা প্রদান করা হবে।'

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর