দেশে এখন

ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রি শুরু ২ জুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২ জুন (রোববার)। এদিন মিলবে ১২ জুনের আগাম টিকিট। আজ (মঙ্গলবার, ২৮ মে) রেল ভবনে আয়োজিত 'ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে' এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ঈদের টিকিট ও সার্বিক প্রস্তুতির বিষয় তুলে ধরেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

আসন্ন ঈদে রেলওয়ের ২০টি বিশেষ ট্রেন চলবে। আর ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন।

সরদার সাহাদাত আলী বলেন, 'ঈদযাত্রায় এবার ১৬২টি অতিরিক্ত কোচ যুক্ত হবে । যেখানে সৈয়দপুর কারখানা থেকে আসবে ৭২টি। ঈদে সব মিলিয়ে ২৪৯টি যাত্রীবাহী ট্রেন চলবে।'

ঈদযাত্রায় আগামী ২ জুনে পাওয়া যাবে ১২ জুনের টিকিট, ৩ জুন মিলবে ১৩ জুনের, ৪ জুন পাওয়া যাবে ১৪ জুন, ৫ জুনে ১৫ জুনের টিকিট ও ৬ জুন যাত্রীরা ১৬ জুনের ঈদের টিকিট কিনতে পারবেন।

এছাড়া ঈদের পর ঢাকামুখী যাত্রীরা টিকিট কিনতে পারবেন ১০ জুন থেকে। প্রথম দিনে পাওয়া যাবে ২০ জুনের টিকিট। ১১ জুন মিলবে ২১ জুনের টিকিট, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের ও ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের ঈদযাত্রার ফেরার টিকিট।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর