গৌতম গম্ভীরকে কেকেআরে রাখতে ব্ল্যাঙ্ক চেক অফার!

0

যে কোনো মূল্যে গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্সে ধরে রাখতে চান দলটির কর্ণধার ও বলিউড বাদশা শাহরুখ খান। এ জন্য শাহরুখ খান গৌতমকে ব্ল্যাঙ্ক চেকে নিজের পারিশ্রমিক বসিয়ে নেয়ারও প্রস্তাব দিয়েছেন বলে দাবি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।

গৌতম দারুণ একটা মৌসুম পার করেছেন কলকাতার হয়ে। জানা গেছে শুরু থেকে শেষ পর্যন্ত কলকাতার ডাগ আউটে পরামর্শের ভূমিকায় থাকলেও মূলত কলকাতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারই দেয়া।

অনেকে মনে করছেন, এই কারণেই ১০ বছর পর আইপিএলের শিরোপা ঘরে তুলতে পেরেছে কেকেআর। এর আগে এই গৌতম গম্ভীরের নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের ট্রফি জিতেছিল নাইট রাইডার্সরা।

খেলে ছেড়ে দেয়ার পর গম্ভীর আইপিএলের লখনউ সুপার জায়ান্টের পরামর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। তার অধীনে দু'বার প্লে অফে জায়গা করে নিয়েছিল লখনউ। তার এই সাফল্যে ভারতের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি করেছে।

কিন্তু আইপিএলে সাফল্যের পর কোনোভাবেই গৌতমকে হারাতে চান না শাহরুখ খান। তাই গুঞ্জন উঠেছে যত পারিশ্রমিকই বিনিয়োগ হোক না কেন গৌতমকে দলে রাখতেই চান শাহরুখ খান।

এসএস