একই সময়ে অঞ্চলটিতে রাজস্ব সংগ্রহ ও কর্তৃপক্ষের ব্যয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অক্টোবরের যুদ্ধের পর থেকে শুধু গাজা উপত্যকায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি চাকরি হারিয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে চাকরি হারিয়েছেন ১ লাখ ৪৪ হাজার বাসিন্দা। এছাড়া পশ্চিম তীর থেকে ইসরাইলি শ্রমবাজারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ফিলিস্তিনি।
সব মিলিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে বেকারত্বকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে চলমান যুদ্ধ।