বিদেশে এখন
0

ইসরাইলি সেনা অভিযানে গাজায় চাকরি হারিয়েছেন ৫ লাখ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি সেনা অভিযানের ৮ মাসে উপত্যকায় চাকরি হারিয়েছেন প্রায় ৫ লাখ ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম দ্যা ন্যাশনালের প্রতিবেদন বলছে, ইসরাইলি আগ্রাসনে গাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে, হাসপাতাল থেকে শুরু করে বড় বড় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মসংস্থান থেকে ছিটকে পড়ার বিষয়টি গাজা থেকে পশ্চিম তীর ও ইসরাইল পর্যন্ত বিস্তৃত।

একই সময়ে অঞ্চলটিতে রাজস্ব সংগ্রহ ও কর্তৃপক্ষের ব্যয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অক্টোবরের যুদ্ধের পর থেকে শুধু গাজা উপত্যকায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি চাকরি হারিয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরে চাকরি হারিয়েছেন ১ লাখ ৪৪ হাজার বাসিন্দা। এছাড়া পশ্চিম তীর থেকে ইসরাইলি শ্রমবাজারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ফিলিস্তিনি।

সব মিলিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে বেকারত্বকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে চলমান যুদ্ধ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর