গ্রামীণ কৃষি
কৃষি

স্মার্ট কৃষির প্রত্যয়ে সিলেটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্মার্ট কৃষির প্রত্যয়ে 'পতিত জমিতে ফসল উৎপাদনে স্মার্ট কৃষি প্রযুক্তি ও গণমাধ্যম শীর্ষক' দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ২৬ মে) কৃষি তথ্য সার্ভিস এ কর্মশালার আয়োজনে করে।

সকাল ১১টায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন কৃষি তথ্য পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়।

কর্মশালায় আঞ্চলিক অফিসের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও উদ্যোক্তা ও কৃষক অংশ নেন।

এর মূল উদ্দেশ্য পতিত বা অনাবাদী জমিতে কৃষি ৪.০ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষতার সঙ্গে সম্পদ ব্যবহার করা।

দেশের মোট আয়তনের শুধু ১০ শতাংশ চরে ২৭ লাখ ৩৩ হাজার একর পতিত জমিতে চাষাবাদ করলে দেশের জাতীয় অর্থনীতিতে যোগ হবে প্রায় ৫ লাখ কোটি টাকা।

মূলত পতিত জমি পুনরুদ্ধারে টপোগ্রাফি, জল ও শস্য ব্যবস্থাপনা পরবর্তী স্মার্ট কৃষিতে জিপিএস, জিআইএস, সেন্সর প্রযুক্তি, ভিআরটি, গ্রিনহাউজ চাষসহ নতুন প্রজন্মের কৃষকদের গণমাধ্যমের ভূমিকায় চাষের সহজলভ্যতা, সচেতনতা ও প্রয়োজনীয় জ্ঞান আহরণ করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর