দেশে এখন
0

দেশের ৯ জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলছে

দেশের ৯ জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত তেতুলিয়ায় ৭ দশমিক ৩ এবং ঢাকায় ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

সকালে তিনি গণমাধ্যমকে জানান, আগামীকাল থেকে রাজশাহী রংপুরে সূর্যের দেখা মিললে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

তিনি বলেন, ‘তখন তাপমাত্রা সহনশীল থাকবে।’ অন্যদিকে আগামী ১৭ তারিখ এর পর থেকে রাজশাহী রংপুর, খুলনা বিভাগ সহ সারাদেশে বাতাস ও কুয়াশা বাড়বে, এবং মাঘ মাস থেকে শৈত্য প্রবাহ আবারও দেখা দিবে এবং শীত অনুভূত হবে বেশি হবে বলেও জানান তিনি।

এএইচ