সকালে তিনি গণমাধ্যমকে জানান, আগামীকাল থেকে রাজশাহী রংপুরে সূর্যের দেখা মিললে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।
তিনি বলেন, ‘তখন তাপমাত্রা সহনশীল থাকবে।’ অন্যদিকে আগামী ১৭ তারিখ এর পর থেকে রাজশাহী রংপুর, খুলনা বিভাগ সহ সারাদেশে বাতাস ও কুয়াশা বাড়বে, এবং মাঘ মাস থেকে শৈত্য প্রবাহ আবারও দেখা দিবে এবং শীত অনুভূত হবে বেশি হবে বলেও জানান তিনি।