দেশে এখন

বিদ্যুৎ উৎপাদনের খরচ সবাইকে পরিশোধ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদ্যুৎ উৎপাদনের খরচ সবাইকে পরিশোধ করতে হবে। যে যতটুকু খরচ করবে ততটুকু বিল দিতে হবে। আর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

আজ (শনিবার, ২৫ মে) সকাল ১০টায় বঙ্গবাজারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে তিনি বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পুকুর দেখলেই দালানকোঠা তোলার প্রবণতা থেকে বের হতে হবে। আর প্রকল্পে জলাধার রাখার পরিকল্পনা রাখতে হবে। যেখানে-সেখানে অবকাঠামো তৈরি করা যাবে না। কেননা পরিকল্পিত নির্মাণ কাজ করতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মশার প্রজনন ক্ষেত্র যেন তৈরি না হয় সেজন্য জমা পানি নিয়মিত ফেলতে হবে। আর স্বাস্থ্যকর পানি পেতে ছয় মাস পরপর পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেখানে-সেখানে পশু কোরবানি দেয়া যাবে না। পশুর বর্জ্য রিসাইকেল করা যায়। আধুনিক প্রযুক্তিসম্পন্ন জবাইখানাও করতে হবে।’

পার্কে যেন মাদকসেবনের জায়গা না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘নগরীর সৌন্দর্যবর্ধনের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের। আর খালি জায়গা থাকলে সবাইকে গাছ লাগাতে হবে।’

মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নতির সাথে সাথে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে কেউ বাস করবে না। রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সবাইকে উন্নত ফ্লাটে আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার।’

অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩ বছরের মধ্যে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে দোকান হস্তান্তর করা হবে।’

এই সম্পর্কিত অন্যান্য খবর