শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

বিদেশে এখন
0

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করায় তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠিত পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স একটি অ্যাডভোকেসি গ্রুপ। এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত।

এর আগে, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচারের প্রচেষ্টার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

ইএ