দেশে এখন
0

ঈদে বাড়বে ফেরি ও লঞ্চ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৩ মে) দুপুরে মন্ত্রণালয়ে নৌ পথে নিরাপদ ঈদ যাত্রার লক্ষে সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড বন্ধ থাকবে। পচনশীল পণ্য ও পশুবাহী যানবাহন ছাড়া ঈদের আগে ও পরের তিনদিন সধারণ পণ্য পরিবহণ বন্ধ থাকবে।'

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'অতিরিক্ত ভাড়া নেয়ার ঝুঁকি নেই। অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটবে। যাত্রী সেবা বাড়াতে মালিকদেরও দায় আছে।'

ঈদযাত্রায় নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বলেন, 'নৌপথে বিশৃঙ্খলা করে সরকারের ভাবমূর্তি যেন নষ্ট করতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।'

যাত্রী সেবা নিশ্চিত করতে নৌপথে মনিটরিং বাড়ানো হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর