এশিয়া
বিদেশে এখন

আমের কেজি এক লাখ রুপি!

আমের দাম এক লাখ রুপি- শুনলে অনেকে হয়তো চমকে যেতে পারেন। তবে ঘটনা সত্যি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সিটি সেন্টারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে এক লাখ রুপি দরে। এটি জাপানি প্রজাতির মিয়াজাকি আম।

মেলার প্রধান রাজ বাসু জানালেন অনেক দিনের ইচ্ছা আর চেষ্টার ফলে এই মেলার আয়োজন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, 'আমার অনেক দিনের চেষ্টা এবং ইচ্ছা ছিল এই ধরনের মেলা করবার। যেখানে বাঙালির সবচাইতে প্রিয় ফল কিনতে মানুষ আসেন। শুধু কেনা কাটায় নয়, আমের বিভিন্ন রকমারী উপাদান এই মেলাতে প্রচণ্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।'

মেলার জনপ্রিয়তা অর্জন করা বড় অর্জন বলেও জানালেন তিনি।

রাজু বাসু বলেন, 'এটাও আমাদের কাছে একটা বড় পাওনা। আগামী বছরে আরও বড় করে আমের ফেষ্টিভ্যাল করবার ইচ্ছা আছে। আমি চাই শুধু এই রাজ্য থেকেই নয়, অন্য রাজ্য, এমনকি বিদেশ থেকেও মানুষ আসুক এই ম্যাঙ্গো ফেস্টিভালে। তবেই আমার সব আশা পূরন হবে।'

উত্তরবঙ্গ কেনো গোটা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের অন্যতম সফল শ্রষ্টা। রাজু জানালেন ভারতের মানুষ আম কিনতে এবং আম খেতে পছন্দ করেন। এক লাখ রুপি দামের আমের চাহিদাও বেড়েছে অনেক।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর