এশিয়া
বিদেশে এখন

চা’কে আন্তর্জাতিক পানীয়র মর্যাদা জানানোর আবেদন

বিশ্ব চা দিবসে চা’কে আন্তর্জাতিক পানীয়র মর্যাদা জানানোর আবেদন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ মে) ভারতের নর্থবেঙ্গল টি প্রডিউসার উত্তরবঙ্গের চা বোর্ড এ আবেদন করে।

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে চা দিবস। দিবসটি উপলক্ষে নর্থবেঙ্গল টি প্রডিউসার ৫০০০ কাপ চা বিতরণ করে।

এদিন চা কে ন্যাশনাল ড্রিঙ্কের মর্যাদা দেওয়ার আবেদন করেন নর্থবেঙ্গল টি প্রডিউসারের সাবেক সভাপতি সতিশ মিত্যুকা। উত্তরবঙ্গের প্রধান শিল্পই চা।

পানির পর চা মানবদেহের জন্য উপকারী পানীয়। মঙ্গলবার (২১ মে) বিশ্ব চা দিবসে প্রত্যেক বছরের মতো এবারও নর্থবেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শিলিগুড়ি হাসমিচক মোড়ে পথচারীদের চা খাওয়ানো হয়। পাশাপাশি চায়ের গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য ২০১৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসাবে ঘোষণা করে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর