বিদেশে এখন
0

বন্যা, ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের কয়েক লাখ মানুষ

বন্যা ও ভূমিধসের মতো প্রকৃতি বিপর্যয়ে দুর্বিষহ দিন কাটছে আফগানিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের কয়েক লাখ মানুষের। এরইমধ্যে আফগানিস্তানে প্রাণহানি বেড়ে ৩১৫, ব্রাজিলে ১৪০ জনের বেশি এবং পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মারা গেছে ৪০ জনের বেশি বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। ৫ লাখ ৩৮ হাজারের বেশি বাস্তুচ্যুত শুধু ব্রাজিলেই।

ব্রাজিল

বন্যার ভয়াল থাবায় ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের অনেক শহরের বিধ্বস্ত চিত্র এখন দৃশ্যমান। পানি কমতে থাকায় গাছের ডালে ঝুলতে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের নিথর দেহ। ধ্বংসস্তূপের নগরীর বাড়ি-ঘর ও রাস্তাঘাট থেকে কাঁদা-পানি অপসারণে যুক্ত হচ্ছেন বাসিন্দারা। এসময় ক্ষয়ক্ষতি মাত্রা দেখে হতবাক অনেকেই।

স্থানীয় একজন বলেন, 'এই বন্যা আমাদের শহরের অনেক বাড়ি, মাটি, বালি ও গাছপালা ধ্বংস করেছে। যা আমাদের অনেক ভাবাচ্ছে। কারণ এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে পড়েছে।' আরেকজন বলেন, 'এটি অবশ্যই ভীতিকর ও করুণ দৃশ্য। ধনী-গরিব সবাইকে সাহায্যের জন্য হাত বাড়াতে হচ্ছে।'

ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১৪০ জনের বেশি। ছবি: সংগৃহীত

কোথাও কোথাও পানি কমলেও রিও গ্রান্দে দো সুল রাজ্যের বেশিরভাগ শহর এখনও পানিতে তলিয়ে আছে। বন্যার সঙ্গে ভূমিধস যুক্ত হওয়ায় হু হু করে বাড়ছে প্রাণহানি সংখ্যা। বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধারে এখনও লড়াই করে যাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক। রাস্তা-ঘাট, সেতু কালভার্ট ভাঙায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ পরিস্থিতি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। এখনও সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না বহু মানুষ। এমন সংকট মোকাবেলায় জরুরি ব্যয়ের জন্য ২৩৪ কোটি ডলার ঘোষণা করেছে সরকার।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও আকস্মিক বন্যা ও ভূমিধসে নেমে এসেছে বিপর্যয়। এছাড়া পানির স্রোতে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপির নিচ থেকে বড় পাথর সরে যাওয়ায় দুর্ঘটনার মাত্রা বেড়েছে কয়েকগুণ। বন্যার সঙ্গে প্রচুর কাঁদামাটি এসে ঢাকা পড়েছে অনেক এলাকায়। বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের মানুষের সংখ্যা। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা।

সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষ। ছবি: সংগৃহীত

স্থানীয়রা বলছেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে আগ্নেয়গিরির বিভিন্ন উপাদানের মিশ্রণ ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

হঠাৎ করে বন্যা হওয়ায় নদীর পানিও বেড়ে গেছে। যার কারণে পানি যাওয়ার জায়গা না থাকায় অনেক এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আফগানিস্তান

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এই আফগান যুবক। ছবি: সংগৃহীত

এদিকে শুক্রবারের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির মুখে আফগানিস্তান। প্রাণহানির সংখ্যা ৩শ' ছাড়িয়েছে। দু'হাজারের বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে আবাদি জমি।

চীন

বন্যায় ধুঁকছে চীনের স্বায়ত্বশাসিত গুয়েংসি জুয়াং প্রদেশ। রাস্তাঘাট নদীতে পরিণত নৌকার সাহায্যে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় বিপর্যস্ত মানুষ ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ভূমিধস হওয়ায় বিপর্যস্ত নাপো কাউন্টিও। গুইঝো ও ইউনান প্রদেশসহ দক্ষিণ চীনে আগামী ১০ দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর