শিক্ষা
0

এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ, শীর্ষে যশোর

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৭৭ শতাংশ। এবার সবচেয়ে বেশি পাসের হার যশোর বোর্ডে। বোর্ডটিতে পাসের হার ৯২.৩২ শতাংশ। সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে, পাসের হার ৭৩.৩৫ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯.২৩। জিপিএ -৫ পেয়েছেন ১২ হাজার ১০০ পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮২.৮০ শতাংশ। জিপিএ -৫ পেয়েছেন ১০ হাজার ৮২৩ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৯.৩২ শতাংশ, বরিশালে ৮৯.১৩, দিনাজপুরে ৭৮.৪০, রাজশাহীতে ৮৯.২৫, ময়মনসিংহে পাসের হার ৮৪.৯৭ শতাংশ।

দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯.৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী।

আজ (রোববার, ১২ মে) গণভবনে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন।

পরে সম্মিলিত ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন। তারপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (কারিগরি) ও দাখিল (কারিগরি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর