দেশে এখন
0

রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

আজ (শনিবার, ১১ মে) সকালে মাত্র ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়ে। নিউমার্কেট এলাকায় পানি জমায় বিপাকে পড়ে এখানকার ব্যবসায়ীরা। আগামী ১৪ মে পর্যন্ত এমন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কয়েক দিনের টানা গরমের পর সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। ঝড়ো হাওয়ার পর শুরু হয় তুমুল বৃষ্টি। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। এছাড়া মিরপুর এলাকার মেট্রো স্টেশনগুলোর সামনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তি চরমে পৌঁছে।

বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো নিউমার্কেট এলাকাজুড়ে। কিছু সড়কে জমেছে গোড়ালি সমান পানি। আবার পানি নিষ্কাশনের পর্যাপ্ত জায়গা না থাকায় হকার্স মার্কেটেও পানি ঢুকেছে। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।

সড়কে পানি জমে থাকায় পথচারীদের ভোগান্তি চরমে। ছবি: এখন টিভি

তারা বলেন, আমাদের বেচাবিক্রি করতে সমস্যা হয়। ক্রেতাদেরও অনেক অসুবিধা হয়। সিটি করপোরেশন কী কাজ করে তা আমরা বলতে পারবো না। দোকানের ভেতর পানি ঢুকেছে। এই অবস্থায় কাস্টমারও আসবে না। বৃষ্টিতে অনেক জিনিস পানিতে নষ্ট হয়।

বৃষ্টি শেষ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে হাঁটতে দেখা যায়।

আবহাওয়া অফিসের প্রধান ফটকে পানি। ছবি: এখন টিভি

এদিকে আবহাওয়া অধিদপ্তরের মূল ফটকের রাস্তা বৃষ্টিতে তলিয়ে গেছে। আগামী ৪-৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি। এরপর তাপমাত্রা বেড়ে গিয়ে বৃষ্টিপাত কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, 'আজ সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দমকা হাওয়া ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে রেকর্ড করা হয়। বৃষ্টির এই ধারা ১৩-১৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কমে আসবে তবে ১৯ তারিখের আবার বৃদ্ধি পেতে পারে।'

বিভিন্ন সড়কে জমে থাকা পানি নিষ্কাশনে কাজ করে সিটি করপোরেশন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর