দেশে এখন
0

সমবায় সমিতির ধারণা সারাদেশে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

গোপালগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায় সমিতির ধারণা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে দারিদ্র বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন হবে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র সঞ্চয়ের লক্ষ্যে সমবায় সমিতি সহায়ক।

একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে শুরুতেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে দোয়া-মোনাজাতে অংশ নেন সরকার প্রধান।

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, এই সমিতির উপদেষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সভায় সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দারিদ্র বিমোচন হবে এবং মানুষের জীবনমান উন্নয়ন হবে। সমবায়ের ধারণা সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, 'সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন হবে। যুবসমাজকে চাকরির জন্য কারো কাছে ধরনা দিতে হবে না। বহুমুখী উদ্যোগ নেয়ায় দেশটাকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। সারাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে চাই।'

প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ থেকে আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মিলবে। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান সরকারপ্রধান।

তিনি বলেন, '২য় স্যাটেলাইট আরও শক্তিশালী হবে। আবহাওয়া পূর্বাভাসসহ সব অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে। খুব শিগগিরই এটি উৎক্ষেপণ করা হবে। দেশের কোনো জমি যেন অনাবাদী না থাকে। সবাই মিলে সারাদেশে গাছ লাগাতে হবে।'

পরে সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর