দেশে এখন
0

বিমানের হাইড্রলিক সমস্যা, নিরাপদ অবতরণে বাঁচলো ১৫৮ প্রাণ

চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার ফিরতি ফ্লাইটের হাইড্রলিক সমস্যা দেখা দেয়। তবে পাইলটের দক্ষতায় নিরাপদ অবতরণে বেঁচে যায় ১৫১ যাত্রীসহ ১৫৮ জন।

আজ (শুক্রবার, ১০ মে) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, রানওয়ে ফাঁকা করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ফ্লাইটটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি অবতরণ করার আগে এর হাইড্রলিকে সমস্যা দেখা দেয়। তবে পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর