ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বাণিজ্যিক ব্যাংকের ডলার লেনদেনে নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক

ঘোষিত বিনিময় হারের বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক তা নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। আজ (বৃহস্পতিবার, ৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিকেল ৫টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির গতকালের বৈঠকে ক্রলিং পেগ চালুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মধ্যবর্তী বিনিময় হার ধরা হয়েছে ১১৭ টাকা। এতে ব্যাংকগুলো ১১৭ টাকা মার্জিনে ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে। আইএমএফের বৈদেশিক মুদ্রা বিনিময়ে বাজারভিত্তিক করার পরামর্শে তড়িঘড়ি করে সংস্থাটির সফরের শেষদিনে গতকাল এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

সংসদে এক প্রশ্নের জবাবে বিষয়ে কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ঘোষিত বিনিময় হারের বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক তা নিয়মিত নজরদারি করছে।’

জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বাড়ছে, এতে বৈদেশিক মুদ্রা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে ওয়াসিকা আয়শা খান জানান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) অনলাইন জুয়া, বেটিং এবং হুন্ডির সাথে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব স্থগিত করেছে।

এ সময় তিনি ব্যাংকগুলোর একীভূতকরণের বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে কেবল দুর্বল কোন ব্যাংকের শেয়ারহোল্ডাররা একমত হলেই শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করা হয়। রাতারাতি ব্যাংকগুলোকে একীভূত করা হয় না।’

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর