পরিবেশ ও জলবায়ু
0

সোমবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আগামী সোমবার (৬ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কমতে শুরু করবে। আজ (শুক্রবার, ৩ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সিলেট, চট্টগ্রাম ও খুলনার কিছু অংশে দমকাসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনার বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান আছে। আরও দুই থেকে তিনদিন এটি অব্যাহত থাকতে পারে।

এদিকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হিট অ্যালার্ট জারি আছে। এই সময়সীমা বাড়বে কিনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

এদিকে তীব্র দাবদাহের পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে রাজধানীর বেশকিছু এলাকায় বৃষ্টি হয়। এর পরই নগরীর বিভিন্ন এলাকায় ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকাতেও দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সিলেট ও চট্রগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

আজ চুয়াডাঙ্গা ও যশোরে সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ৩৬.৬ ডিগ্রী, রংপুরে ৩৬ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৩৩.৮ ডিগ্রি ও সৈয়দপুরে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর