শিক্ষা
দেশে এখন
0

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১২ মে (রোববার। এদিন সকাল ১০টায় গণভবনে ফলাফল উদ্বোধন ও ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (শুক্রবার, ৩ মে) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ৯-১১ মে'র প্রস্তাব করেছিল আন্তঃশিক্ষা বোর্ড। তবে ফল প্রকাশের জন্য সবশেষ ১২ মে নির্ধারণ করা হয়েছে।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এ সময় ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন তিনি।

পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (কারিগরি) ও দাখিল (কারিগরি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর