স্থানীয় সময় বুধবার ভোরে ধসে পড়ে সড়কটি। বিরামহীন মুষলধারে বৃষ্টির কারণেই সড়কের প্রায় ৬০ ফুট দীর্ঘ একটি অংশ ধসে পড়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সড়কের ধ্বংসাবশেষে আছড়ে পড়েছে কমপক্ষে ২৩টি যানবাহন। মে মাসের ছুটি শুরুর এ সময়ে সাধারণত বেশ ব্যস্ত থাকে চীনের সড়কগুলো।
দুর্যোগের পর দু'দিক থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকল ও খনি থেকে উদ্ধার বিশেষজ্ঞসহ প্রায় ৫০০ জরুরি সেবা কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে গেছেন।