কাল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হলেও ৩ ও ৪ তারিখের পর দেশজুড়েই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি বা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই বৃষ্টি পরিবেশকে দ্রুত শীতল ও ঠাণ্ডা করবে। কাল দুপুরের আগেই গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাবে।
পাঁচ থেকে ছয় দিনের বৃষ্টির পর তাপমাত্রা আবারও বাড়তে পারে তবে এখনকার সময়ের মতো তাপপ্রবাহ থাকবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয় পরবর্তী দু’দিনের অঞ্চলভিত্তিক হিট অ্যালার্ট। এতে বলা হয়, ঢাকার পশ্চিমাঞ্চলসহ চলমান তাপপ্রবাহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে গতকাল (৩০ এপ্রিল) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। রোববার থেকে জারি করা তিন দিনের ( ৭২ ঘণ্টার ) চতুর্থ দফার হিট অ্যালার্ট শেষ হচ্ছে আজ।