পরিবেশ ও জলবায়ু
0

গাজীপুরে গরমে বেঁকে গেছে রেললাইন

গাজীপুরে ঢাকা-চট্টগ্রাম রেলরুটের কালিগঞ্জের চুয়ারিয়াখোলা এলাকায় চলমান দাবদাহে অতিরিক্ত তাপমাত্রায় রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পূবাইল ও আড়িখোলা স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে দ্রুত রেললাইন মেরামত করায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই রুটে চলাচলকারী ট্রেন। মেরামতের জন্য প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশনে যাত্রা বিরতি নেয়।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'চলমান তীব্র দাবদাহে অতিরিক্ত তাপমাত্রায় পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে গেছে। বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদা মাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরে ওই অংশ মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই পথে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।'

এদিকে আজ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। দুপুর ৩টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি গত ৩৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলার আবহাওয়া অফিস।

এর পরই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে। দুপুর ৩টায় যেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এবং ৫২ বছরের মধ্যে জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে সারাদেশে না হয়ে অঞ্চলেভেদে জারি করা হচ্ছে নতুন হিট অ্যালার্ট। রোববার থেকে জারি করা তিন দিনের ( ৭২ ঘণ্টার ) চতুর্থ দফার হিট অ্যালার্ট শেষ হচ্ছে আগামীকাল। এর পরই অঞ্চলভেদে জারি হবে তাপপ্রবাহের নতুন সতর্কতা।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে থেকে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ আর ৪ থেকে ৫ মে ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।