শিক্ষা
দেশে এখন
0

আজ থেকে খুলেছে স্কুল-কলেজ

প্রায় মাসখানেক পর আজ (রোববার, ২৮ এপ্রিল) থেকে চলমান তাপপ্রবাহের মধ্যে সারাদেশের স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করেন। আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজেও ক্লাস চলছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার মধ্যে প্রাথমিকের ক্লাস শেষ করতে হবে। আর আগের নিয়মেই মাধ্যমিকের ক্লাস চলবে। তবে তাপপ্রবাহ সহনীয় না হওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

রাজধানীর বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, সকাল থেকেই অভিভাবকরা বাচ্চাদের নিয়ে স্কুলে আসছেন। এছাড়া অনেকদিন পর স্কুলে আসতে পারায় শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ছিলো।

এদিকে অভিভাবকরা এই গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে বেশ শঙ্কিত। তারা বলেন, ‘তাপপ্রবাহ থেকে সুরক্ষিত রাখতে স্কুলে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে কিংবা পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা আছে কিনা জানি না।’ তবে স্কুল প্রশাসন বলছে, শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা অধিদপ্তর জানায়, আজ রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯.৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, এমনটি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, চলমান দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমের যেসব কাজ কক্ষের বাইরে করতে হয় এবং তাপের সংস্পর্শে আসতে হয়, সেসব কাজ সীমিত থাকবে।

উল্লেখ্য, সারাদেশে তাপপ্রবাহের কারণে গত রোববার (২১ এপ্রিল) থেকে পাঁচ দিনের জন্য দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।