ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী সাবেকরা

জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটিকে ভারসাম্যপূর্ণ বলছেন সাবেক ক্রিকেটাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে টিম ম্যানেজমেন্টের যে পরিকল্পনা তাকে স্বাগত জানিয়েছেন তারা।

ইনডোরের নেটে সৌম্য সরকারকে দীর্ঘসময় ধরে টিপস দিচ্ছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দুই জনের সখ্যতার যে গল্প শোনা যায়, সেসব বাদ দিলেও ইনজুরি থেকে ফেরা সৌম্যকে যে বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই রাখছেন সেটি পরিষ্কার।

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প দুইদিন পর থেকে শুরু। অথচ ভরদুপুরে ইনডোরে অনুশীলনে গভীর মনোযোগী সৌম্য-লিটনরা। সেখানে হাথুরুসিংহের সঙ্গে সদ্য নিযুক্ত স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও আছেন। এক জিম্বাবুয়ে সিরিজকে ঘিরে এতো সিরিয়াস দল?

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি হলেও সব আয়োজন মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখে। তাই তো দল নিয়ে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে ১৭ জনকে। এদের সঙ্গে যোগ দেবেন সাকিব আর মোস্তাফিজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলবেন ১৫ জন। বিশ্বকাপের ভাবনায় যারা আছেন তাদেরকেও দলের সঙ্গে রাখা হচ্ছে যেন মূল পরিকল্পনার ব্যাপারে ধারণা থাকে সবার।

দল গঠন, পরিকল্পনা কিংবা প্রস্তুতি সবমিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে এখনই আশাবাদী হচ্ছেন সবাই।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘প্রিমিয়ার লিগে সবাই ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এটা খুবই ভালো যে, আমাদের ছেলেরা সেভাবে খেলছে। তারা চেষ্টাও করছে। আর যে টিম ডিক্লেয়ার করা হয়েছে, সেটি দারুণ একটি ব্যালান্স টিম।’

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের বেশিরভাগই ডিপিএলে খেলছেন আবাহনীতে। আরও একবার চ্যাম্পিয়নের পথে থাকা দলটি ওয়ার্কলোডের কথা মাথায় রেখে কালকের ম্যাচে শরিফুল-তাসকিনদের বিশ্রামে পাঠাচ্ছে।

খালেদ মাহমুদ সুজন আরও বলেন, ‘দিনশেষে আমাকে ন্যাশনাল টিমের কথা মাথায় রাখতে হবে। কেননা এটি জাতীয় স্বার্থ। আমিও চাই না, তারা (তাসকিন-শরিফুল) আর এই সময়ে খেলুক।’

বৃহস্পতিবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু তিনদিনের প্রস্তুতি ক্যাম্প। হিটওয়েভের কথা মাথায় রেখে বিকেলে অনুশীলনের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।