এখন ভোট
দেশে এখন
0

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ ৫ জুন

চতুর্থ ধাপে ৫৫টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ জুন এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আজ (মঙ্গলবার, ২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, মনোনয়নপত্র জমার শেষ তারিখ আগামী ১৯ মে। আর প্রতীক বরাদ্দ করা হবে ২০ মে। এবং ভোটগ্রহণ করা হবে ৫ জুন।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। এবং তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে।

প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ৭ চেয়ারম্যান, ৯ ভাইস চেয়ারম্যান, ১০ মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানান মো. জাহাংগীর আলম।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর