দেশে এখন
0

নজর কাড়লো গবাদিপশুর র‌্যাম্প শো

দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শেষ হয়েছে। শেষদিন সন্ধ্যায় গবাদিপশুর র‌্যাম্প শো সবার নজর কেড়েছে। প্রদর্শনী থেকে কম খরচে পশুপালন বিষয়ে যেমন ধারণা পেয়েছেন দর্শনার্থীরা, তেমন প্রাণিসম্পদের উন্নয়নে ওষুধসামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছেন।

ছিনতাইকারীর শিকার পথচারী, উদ্ধারে এগিয়ে আসে সাহসী কুকুর। আর তখনই দর্শকের হাততালি। এছাড়া এলিট ফোর্সের চৌকস ডক স্কোয়াডের মশাল জাম্প ও নানা ভঙ্গিময় নাচের এ আয়োজন, শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

প্রাণিসম্পদ প্রদর্শনীর শেষদিন বিকেলে ব্যতিক্রমী র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়। যেখানে মডেল নানা জাতের প্রাণী। বাংলাদেশের বালি মাটিতে ভারতের উটের হেলেদুলে চলাও গ্যালারির নানা বয়সী দর্শকদের মুগ্ধ করে।

এদিকে র‌্যাম্প শো-তে দৌড় প্রতিযোগিতার জন্য নানা জাতের ঘোড়াও মডেল হয়। র‍্যাম্পের মঞ্চে খামারিরা গরু নিয়ে একে একে প্রবেশ করেন। মিউজিকের তালে তালে র‍্যাম্পে ব্রাহামা, জার্সি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, মিরকাদিমসহ নানা জাতের গরু হেঁটে চলে। এ সময় মালিকরা পশুর জাত, বয়স এবং দাম জানান উপস্থিত সবাইকে। তবে ব্রাহামা জাতের এক কোটি টাকার একটি গরু মেলার মাঠে সবার নজর কাড়ে।

এদিকে দুই দিনব্যাপী আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, দুম্বা, ভেড়া, ছাগল, পাখি, বিড়াল, মুরগি ও পোষা প্রাণী দেখা যায়। যা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন দর্শনার্থীরা। এছাড়া প্রাণিসম্পদের উন্নয়নে ওষুধসামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তিসহ তিন শতাধিক স্টল ছিল।

এদিন প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে একাধিক সেমিনারে গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।