নজর কাড়লো গবাদিপশুর র্যাম্প শো
দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শেষ হয়েছে। শেষদিন সন্ধ্যায় গবাদিপশুর র্যাম্প শো সবার নজর কেড়েছে। প্রদর্শনী থেকে কম খরচে পশুপালন বিষয়ে যেমন ধারণা পেয়েছেন দর্শনার্থীরা, তেমন প্রাণিসম্পদের উন্নয়নে ওষুধসামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছেন।